অন্তর্যামীর সন্ধানে

সর্বধর্ম সমন্বয়ে
দেখোরে ভাই মিলেমিশে
বাস্তবের আয়না দিয়ে,
কেবা হিন্দু কেবা মুসলমান
শিখ, বৌদ্ধ, খৃষ্টান।

যবে মিটিবেনা হানাহানি দ্বন্দ্ব দ্বিধা
মনুষ্যত্ব হীন মানবে কোনোদিন,
রইবে না তো কৃষ্ণ খোদা।

কৃষ্ণ, খৃষ্ট, বুদ্ধ, আল্লাহ
খুজে পাবেনা কোনো মহল্লা,
অন্তরে না যতদিন
খুজবেনা কেউ,
কৃষ্ণ, খৃষ্ট, বুদ্ধ, আল্লাহ।

গৌরীশ দাস
কাছাড়,আসাম, (ভারত)

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *