‘সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর তাঁর কর্মের মাধ্যমেই যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন’

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলরের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রকাশিত স্মারক ‘ষাটের বটবৃক্ষ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা এলাকায় যুগে যুগে অনেক গুণীজনের জন্ম হয়েছে, এসব গুণীজনদের দেশ বিদেশের মানুষ এখনো শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁদেরই যোগ্য উত্তরাধিকার সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর। তিনি তাঁর কর্মের মাধ্যমেই সমাজে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।

বক্তারা বলেন, আজকাল চঞ্চল মাহমুদ ফুলরের মতো সাহসী সাংবাদিক খুব কম দেখা যায়। সমাজ বা দেশের স্বার্থে তাঁর মতো সাহসীকতার সাথে সাংবাদিকতা করতে হবে, তবেই মানুষ সাংবাদিকদের আগের মতো শ্রদ্ধা বা সম্মান করবে।

অনুষ্ঠানে বক্তারা চঞ্চল মাহমুদ ফুলরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ষ্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটের প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক।

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধ্রুব গৌতম, লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াহিদ, ঢাকা থেকে আগত আলোকচিত্রী সোজিত শেখ বাবু, সমাজকর্মী নাজমুল ইসলাম খছরু।

প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জুমান আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়সল, নির্বাহী সদস্য শামীম আহমদ তালুকদার, সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, আবু বক্কর তালুকদার, পাবেল আহমদ, দৈনিক কাজির বাজারের দক্ষিণ সুরমা প্রতিনিধি এম. আলী হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ সবাইকে নিয়ে জন্মবার্ষিকী স্মারক ‘ষাটের বৃক্ষ’র মোড়ক উন্মোচন করেন এবং কেক কাটেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *