বিএমবিএফ সিলেটের চিত্রাংকন প্রতিযোগিতা ২৯ নভেম্বর

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলার যৌথ উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা আগামী ২৯ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় নগরীর নজরুল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত স্থান পরিবর্তন করা হয়েছে।
চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদেরকে জিন্দাবাজার ইদ্রিস মার্কেটের নিচতলাস্থ বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস থেকে পরম সংগ্রহ ও জমা দানের জন্য অনুরোধ করেছেন বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার। প্রয়োজনে মোবাইল নম্বর ০১৭১১-৮৮৭১৯৭ এবং ০১৭১৫-৫৪৪১৩৭- এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *