বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে সহায়তা করতে চায় কমনওয়েলথ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে চায় কমনওয়েলথ। মঙ্গলবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে কমনওয়েলথের প্রতিনিধি দল তাদের এ আগ্রহের কথা জানিয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৈঠক শেষে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, কমনওয়েলথের প্রতিনিধিরা আলাপ করতে এসেছেন। ওনারা আমাদের সহায়তা করতে আগ্রহী। আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। ওনাদের সঙ্গে অনেক কিছু নিয়ে মতামত আদান-প্রদান হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে একটা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চান তারা। ওনারা সহায়তা করবেন। এ ব্যাপারে তারা আগ্রহ ও উদ্দেশ্য জানিয়েছেন।

বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কমিশন চাইলে কমনওয়েলথ সহায়তা করবে। তারা কোনো প্রেসক্রিপশন নিয়ে বা কোনো কিছু চাপিয়ে দিতে আসেনি।

বৈঠক শেষে কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল প্রতিনিধি দলের প্রধান লুইস গাব্রিয়েল ফ্রান্সেসকি সাংবাদিকদের বলেন, তাদের কোনো সুপারিশ নেই। এটি আসবে সংস্কার কমিশনের কাছ থেকে। তারা কমিশনকে সাহায্য করতে পারলে খুশি হবেন। যেখানে যে ধরনের সহায়তা প্রয়োজন, তারা তা দেবেন। তারা কোনো দেশের সমস্যা সমাধানের জন্য যান না, তারা সহায়তা এবং শিক্ষা নেওয়ার জন্য যান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *