বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে কালোবাজারীদের হাত থেকে ট্রেনের টিকেট বিক্রয় বন্ধ করার দাবিতে ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার বেলা ১১.৩০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, রেলপথ উপদেষ্টা এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সচেতন নাগরিকদের মধ্য থেকে আব্দুল আলী, আব্দুস সোবহান আজাদ ও শাহীন আহমেদ।
স্মারকলিপির বিষয়বস্তুঃ রেলের টিকেট কালোবাজারি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি। রেলের টিকেট অনলাইনে বিক্রি হয়। তারপরও রেলের টিকেট বিক্রিতে সিন্ডিকেট ও কালোবাজারীরা বাসা বেঁধে আছে। একজন নিজের আইডি কার্ড ব্যবহার করে ৪টি টিকেট ক্রয় করতে পারে। অনেক সময় ৩/৪ দিন পূর্বে টিকেট অনলাইনে বুকিং দিয়ে রাখে। যার কারণে প্রয়োজনে অনলাইনে বা রেলের টিকেট কাউন্টারে টিকেট ক্রয় করতে গিয়ে স্কিনে টিকেট নাই প্রদর্শিত হয়। প্রায় সময় ৭ দিন পরের টিকেট করতে গিয়ে শুনা যায় টিকেট নেই। অথচ কাউন্টারের বাহিরে কালোবাজারীদের কাছে টিকেটের অভাব যেন নেই। কালোবাজারীদের কাছে প্রতি টিকেটের বিনিময়ে ৩০০ থেকে ৪০০ টাকা বাড়তি গুণতে হয়। রেলের টিকেট কাউন্টার ও কালোবাজারীদের যোগসাজসের কারণে ট্রেনের টিকেট সাধারণ যাত্রীরা কালোবাজারীদের হাত থেকে কিনতে বাধ্য হচ্ছেন। এজন্য যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। রেলের সিন্ডিকেট ও কালোবাজারীদের হাত থেকে ট্রেনের টিকেট বিক্রয় বন্ধ করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আপনার সুদৃষ্টি কামনা করছি। ট্রেন চলমান অবস্থায় যাত্রীর প্রতিটি টিকেটের নাম, ঠিকানা সহ জাতীয় পরিচয়পত্র নাম্বার স্বচ্ছতার সহিত যাচাই-বাছাই করার ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয়।