আনোয়ার ফাউন্ডেশন ইউকে ও যুবক সংগঠনের উদ্যোগে সিলেট যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীমকে বিদায়ী সংবর্ধনা।
সোমবার (১৮ নভেম্বর) টিলাগড় যুব ভবনের হল রুমে আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে ও সিলেট ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মো. নজরুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফখরুজ্জামান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুজ্জামান চৌধুরী, আনোয়ার ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ প্রতিনিধি মো. লিমন আহমেদ, গোয়াইনঘাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থা সভাপতি আশফাক উদ্দিন আহমদ, সিলেট আলোকিত যুব সমাজ কল্যান সংস্থা সভাপতি শারমিন কবির, আলোকবর্তিকা যুব মানব কল্যাণ সংস্থা সালেহা বেগম, দেশ যুব সংগঠন মো. কামাল, প্রশিক্ষক কেয়া আহমেদ।
সিলেটে কর্ম ক্ষেত্রে বিভিন্ন ভাবে সহযোগিতার জন্য আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়ার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক।-বিজ্ঞপ্তি