সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মুখ্য ভূমিকা রাখেন করদাতারা: কর কমিশনার সৈয়দ জাকির হোসেন

কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন, রাজস্ব আয় থেকে প্রাপ্ত অর্থ দিয়েই সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও সেবা প্রদানের ব্যয় নির্বাহ করে থাকে। অর্থনীতির চাকা সচল রাখতে করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করতে হবে। এর ফলে রাজস্ব ভান্ডার সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মুখ্য ভূমিকা রাখেন করদাতারা। তাই তাদের কর প্রদান আরো সহজীকরণে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, অতিরিক্ত কর কমিশনার এ. জেড. এম. নুরুজ্জামান সিলেটে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাকে সংবর্ধনা প্রদান করার জন্য সিলেট কর আইনজীবী সমিতিকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার হলে কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার এ. জেড. এম. নুরুজ্জামান এর বদলিজনিত বিদায় উপলক্ষ্যে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার এ. জেড. এম. নুরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহ্দ আল করিম, উপ-কর কমিশনার গোলাম কিবরিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আবুল ফজল, সমিতির সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সদস্য মো. আলী খোকন, মো. হাসনু চৌধুরী, বিধূ ভূষণ ভট্টাচার্য, মো. ইসতিয়াক হোসেন সজু। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিসহ অতিথিবৃন্দদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান সমিতির যুগ্ম সম্পাদক কাউছার মাহমুদ, কোষাধ্যক্ষ এড. প্রবাত চন্দ্র দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক এড. জহিরুল ইসলাম রিপন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন এডভোকেট মোস্তাকিম আহমদ কাউসার। -বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *