জেলা বিএনপি নেতা মানিকের মাতার মৃত্যুতেবি-এনপি মহাসচিব ও জেলা-মহানগর বিএনপির শোক

সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক এর মাতা মোছাঃ আমিনা বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মোছা. আমিনা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মোছা. আমিনা বেগম’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমিও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা নারী হিসেবে মরহুমা মোছাঃ আমিনা বেগম-কে এলাকার সকলে সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
অপর দিকে সিলেট জেলা ও মহানগর বিএনপি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক এর শোকবার্তা সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক’র মাতা মোছা. আমিনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
নেতৃদ্বয় শোকবার্তায় মরহুমা মোছা. আমিনা বেগমকে একজন পরহেজগার ও পরোপকারী মহিলা হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।-বিজ্ঞপ্তি
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *