মানবতার কল্যাণে কাজ করাই জীবনের মহৎ কাজ : এডভোকেট নাছির উদ্দিন খান

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন খান বলেছেন মানবতার কল্যাণে কাজ করাই জীবনের মহৎ কাজ। এর মাধ্যমে যে আত্ম তৃপ্তি পাওয়া যায় তা জীবনে অন্য কোন কাজে পাওয়া যায় না। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময়ই মানবতার কল্যাণে কাজ করে। বাংলাদেশ রেড ক্রিসেন্টি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিষদে দ্বিতীয়বারের মতো মস্তাক আহমদ পলাশ নির্বাচিত হওয়ার ফলে অতীতের ন্যায় দেশে বিদেশে মানবতার কল্যানে কাজ করার সুযোগ পেলেন এর মাধ্যমে সিলেটবাসী গর্বিত । বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২১শে এপ্রিল রবিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
গংবর্ধনাকালে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ফেরদৌস চৌধুরী রুহেল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, কার্যকরী পরিষদ সদস্য সোয়েব আহমদ, শান্ত দেব, সব্যসাচী দেব রায়, ইউনিট লেভেল অফিসার বৃন্দাবন চন্দ্র মন্ডল,রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ নুরুল আলম খান, মেডিকেল অফিসার ডাঃ মর্জিনা খাতুন, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, লেকচারার পূজা আচার্য্য, লেকচারার সাবরেন মুক্তা তানহা,মুজিব জাহান রক্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আবু সালেহ,যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান পলাশ গুন , রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের কর্মকর্তা ফারহান আমির জামান, জাহিদুল ইসলাম চৌধুরী, পার্থ সারথি দাস, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের বন্ধুতু বিভাগের বিভাগীয় উপ প্রধান মো: মাজহারুজ্জামান খাঁন, ক্রীড়া ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় উপ প্রধান হাবিবুর রশিদ জনি সহ যুব সদস্য পিপিপি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *