ঈদ জামাতে আগত মুসল্লিদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ জাকির হোসেন খান, পিপিএম মহোদয় ৯/৪/২০২৪ খ্রি: সিলেট মহানগরীর  শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করেন। পরিদর্শকালে মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, শাহী ঈদগাহের মোতয়াল্লি মোঃ শফিক বক্ত ,১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মান্যবর পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এসময় তিনি বলেন, এবার ঈদে মুসল্লিদের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে ময়দানের প্রতিটি প্রবেশপথে পুলিশ মোতায়েন করা হবে। সিআরটি এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা মোতায়েন থাকবে। উঁচু ভবনে রুফটপ ডিউটি সহ সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। মুসল্লিদের সহজে আসা যাওয়া নিশ্চিতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। তাছাড়া ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে।পুলিশ কমিশনার মহোদয়  সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ঈদ জামাতে আগত মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র টুপি ও জায়নামাজ নিয়ে ঈদগাহ ময়দানে আসার জন্য অনুরোধ করেছেন।প্রেস রিলিজ

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *