মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইডিইবি সিলেট জেলা শাখার আলোচনা সভা

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে নগরীর তালতলাস্থ আইডিইবির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত “স্বাধীনতা তুমি পরাধীনতার শিকল ভাঙ্গাঁর নাম, স্বাধীনতা তুমি লাখো শহীদের রক্তের দাম” শীর্ষক আলোচনা সভায় সভাপত্বি করেন আইডিইবি সিলেট জেলা শাখার সহ সভাপতি প্রকৌশলী মো. নুরুল হুদা চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি (সিলেট অঞ্চল) প্রকৌশলী মো. নজরুল হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দিন আহমেদ।
আইডিইবি সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ খালেদুর রহমান এর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর, কাউন্সিলর প্রকৌশলী মো. আব্দুর রহিম, কাউন্সিলর প্রকৌশলী সালাহ উদ্দিন আহম্মেদ, অর্থ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সামসুল আলম, চাকুরী বিষয়ক সম্পাদক প্রকৌশলী কফিল উদ্দিন আকন্দ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী জাবেদ আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. জসিম উদ্দিন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের উপ সহকারী প্রকৌশলী মো. রুহিন জাহাঙ্গীর প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎবরণকারী সকল বীর সেনানীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *