গত ১৫ মার্চ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোডে তিনভাই রেষ্টুরেন্ট নামক ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও প্রতিষ্ঠানের মালিক,কাজলশাহ সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক রাজীব কুমার দে এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক চন্দন দাশ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এক সপ্তাহ পার হয়ে গেলেও মামলায় অভিযুক্ত একজন আসামি এখন পর্যন্ত গ্রেফতার না হওয়া খুবই উদ্বেগ জনক। তারা বলেন,একশ্রেণির লোক সমাজে অশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্য পরিকল্পিত ভাবে কাজ করে।তাদের অপকর্মের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সজাগ থাকতে হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে হবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে রাজীব কুমার দে এর উপর হামলায় জড়িত সকল আসামী কে গ্রেফতারের জোর দাবি জানান এবং ঘঠনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানান।