সিরাজদিখানে স্মার্ট ব্রিগেডের কার্যক্রম উদ্বোধন

আশরাফ ইকবাল : পথম বারের মতো মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একমাত্র কুসুমপুর উচ্চ বিদ্যায়লে স্মার্ট ব্রিগেডের কার্যক্রম উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের বাস্তবায়নে গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এ স্মার্ট ব্রিগেডের কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা,ইছাপুরা ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান মো.সুমন মিয়া,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার। স্বাগত বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহবুবুর রহমান। বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল মান্নান শেখ জমির আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুরাদ হাসান শাওনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, ইছাপুরা ইউপির সদস্য আলী আহাম্মদ হাওলাদার,সৈয়দ আহসান কবির শিশির, মহিলা সংরক্ষিত সদস্য মনোয়ারা বেগম,মিনারা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ। পরে দুপুর ১টার দিকে স্মার্ট ব্রিগেডের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত রোগী ও স্বজনদের নানা স্বাস্থ্য সেবার ধরণ, সেবার সহজলভ্যতা প্রাপ্তির কৌশল সম্পর্কে অবহিত করেন। প্রসঙ্গত: উচ্চ আয়ের উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ভিত্তি হিসেবে স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ এবং স্মার্ট অর্থনীতি গড়ার লক্ষ্যে মুন্সীগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমিকভাবে ৫ জন ছাত্র এবং ৫ জন ছাত্রীর সমন্বয়ে ১০ সদস্যের গঠিত স্মার্ট ব্রিগেড দল গঠনের মাধ্যমে এ কার্য্যক্রম পরিচালিত হচ্ছে। স্মার্ট ব্রিগেড এর সদস্যবৃন্দ তৃনমূল পর্যায়ে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নাগরিক সমাজ গঠন, নাগরিকদের প্রয়োজনীয় সেবা গ্রহনে সময় ও শ্রমের অপচয় রোধে স্মার্ট ডিভাইস, বিভিন্ন মোবাইল আ্যপ দক্ষ ব্যবহার, ফেসবুক, হোয়াটসআ্যপ কে স্মার্ট টুল হিসেবে ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা প্রদান করছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *