জুয়া খেলার সামগ্রীসহ ০৫ জন জুয়ারীকে  গ্রেফতার করেছে পুলিশ

সিলেটের মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) খবর পেয়ে অভিযানে চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ০৫ (পাঁচ) জন জুয়ারীকে   গ্রেফতার করেছে পুলিশ।

১৫/০৩/২০২৪খ্রিঃ অনুমান ০১.১৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন ক্বীন ব্রীজের পশ্চিম পার্শ্বে সুইপার কলোনীর তাহারের পরিত্যক্ত ঘরে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ লালু(২৫), পিতাঃ মৃত ফারুক মিয়া, সাং- দক্ষিণ সাংগর, থানাঃ বানিয়াচং, জেলাঃ হবিগঞ্জ, বর্তমানঃ জাফর মিয়ার কলোনী, সি ব্লক, ভার্থখলা, থানাঃ দক্ষিণ সুরমা, জেলাঃ সিলেট, ২। মিন্টু হোসেন(২৮), পিতাঃ আব্দুস ছত্তার, সাং-নোয়ারাই, থানাঃ ছাতক, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানঃ স্বর্নালী ০৭, সি ব্লক, ভার্থখলা, থানাঃ দক্ষিণ সুরমা, জেলাঃ সিলেট, ৩। মোঃ আসাদ মিয়া(৪৪), পিতাঃ মৃত বাদশা মিয়া, সাং- আমতইল, থানাঃ বিশ্বনাথ, জেলাঃ সিলেট, ৪। সনু মিয়া(৩৫), পিতাঃ মৃত আরফিজ আলী, সাং- বরইকান্দি ০১ নং রোড, থানাঃ দক্ষিণ সুরমা, জেলাঃ সিলেট, ৫। জাকির হোসেন(৪৮), পিতাঃ মৃত সুলতান হাওলাদার, সাং- হোগলা বেতকা, থানাঃ কাওখালি, জেলাঃ পিরোজপুর, বর্তমানঃ বোরহান মিয়ার কলোনী, দক্ষিণ খোজারখলা, থানাঃ দক্ষিণ সুরমা, জেলাঃ সিলেটদের গ্রেফতার করে  দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-৪০, তাং-১৫/০৩/২০২৪খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, ধারা মোতাবেক উক্ত আসামিদেরকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *