সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪ পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে দেশের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র ‘বাংলাদেশ প্রতিদিন’। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (১০ মার্চ) সিলেট ব্যুরো অফিসের উদ্যোগে বর্ণাঢ্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়। দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে পালিত হয় এসব কর্মসূচি।
কর্মসূচির মধ্যে ছিলো কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ-আড্ডা। এসব আয়োজনে অংশ নেন সিলেটের সকল শ্রেণি-পেশার প্রতিনিধি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, রাজনীতিবীদ নুরুল ইসলাম সোহেল ও তানজিল আহমদ প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, ক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মহসিন, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক (সিলেট) ইয়াহইয়া ফজল, জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ, দপ্তর সম্পাক আবদুল আহাদ, আশরাফ চৌধুরী রাজু, সাংবাদিক ও সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, বাংলাদেশ প্রতিদিনের পাঠক ফোরাম ‘বন্ধু প্রতিদিন’ সিলেটর সভাপতি পিংকু ধর, রেজাউল হক ডালিম, নাজাত আহমদ পুরকায়স্থ, কামরুল ইসলাম মাহি, মামুন হোসেন, সাইফুর রহমান তালুকদার, শাহীন আহমদ, মাসুদ আহমদ রনি, শাকিল জামান, আনোয়ার হোসেন, এস এম মিজানুর রহমান, ফয়জুল হক, পল্লব ভট্টাচার্য্য, শহিদুল ইসলাম সবুজ, মোশাহিদ আলী, জয়ন্ত কুমার দাশ, সন্দীপন শুভ, জুনেদ আহমদ চৌধুরী, নিবেন্দু তালুকদার, বিজয় সিংহ, আবদুল হাসিব, অয়ন মোইরাং থেম প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *