সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চালিয়ে ২৯,১৫৫ (ঊনত্রিশ হাজার একশত পঞ্চান্ন) কেজি), ৫৯৫ বস্তা ভারতীয় চিনি যার মূল্য অনুমান ৩৪,৯৮,৬০০/-(চৌত্রিশ লক্ষ আটানব্বই হাজার ছয়শত) টাকা, দুইটি ট্রাক গাড়ী সহ দুই (০২) জন’ চোরাকারবারী’কে গ্রেফতার করেছে পুলিশ।
উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ০৯/০৩/২০২৪খ্রিঃ তারিখ রাত অনুমান ০৪:৪৫ ঘটিকায় এসএমপি কোতয়ালী মডেল থানাধীন সুবিদবাজার চন্দ্রিমা বাসা নং-২৫/এ নামীয় বাসার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ নাসিরুল ইসলাম (২২), পিতা-মোঃ মনিরুল ইসলাম, মাতা মোসা: নাসরিন বেগম, সাং-পিটিআই চরজোতপ্রতাপ, ডাক-চাঁপাইনবাবগঞ্জ, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ রনি (২৩), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা মোসা: রুনী বেগম, সাং-কল্যানপুর বাগানপাড়া কল্যানপুর, ডাকঘর-নয়াগোলা হাটি, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে আসামী মোঃ নাসিরুল ইসলাম (২২) এর দখলে থাকা ট্রাক নং-ঢাকা-মেট্রো-ট-১৬-৭২০৭ এ রক্ষিত ৩১৯(তিনশত উনিশ) বস্তা ভারতীয় চিনি। মোট ওজন ১৫,৬৩১ (পনের হাজার ছয়শত একত্রিশ) কেজি। যার মূল্য আনুমানিক ১৮,৭৫,৭২০/- (আটার লক্ষ পঁচাত্তর হাজার সাতশত বিশ) টাকা। এবং গ্রেফতারকৃত আসামী মোঃ রনি (২৩) এর দখলে থাকা ট্রাক নং ঢাকা-মেট্রো-ট-২৪-২৫০৬ এ রক্ষিত ২৭৬ (দুইশত ছিয়াত্তর) বস্তা ভারতীয় চিনি। মোট ওজন ১৩,৫২৪ (তের হাজার পাঁচশত চব্বিশ) কেজি। যার মূল্য আনুমানিক ১৬,২২,৮৮০/- (ষোল লক্ষ বাইশ হাজার আটশত আশি) টাকা। সর্বমোট (৩১৯+২৭৬)= ৫৯৫ বস্তা, যার সর্বমোট ওজন ২৯,১৫৫ কেজি। সর্বমোট মূল্য অনুমান =৩৪,৯৮,৬০০/-(চৌত্রিশ লক্ষ আটানব্বই হাজার ছয়শত) টাকা ও উক্ত ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ০২টি ট্রাক গাড়ি যার রেজি: নং-ঢাকা-মেট্রো-ট-১৬-৭২০৭ ও নং-ঢাকা-মেট্রো-ট-২৪-২৫০৬ জব্দ করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে এসএমপি কোতয়ালী মডেল থানার মামলা নং- ১৬ তাং-০৯/০৩/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি