এসএমপি ডিবির অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রী’সহ ৭ জন’কে গ্রেফতার করেছে পুলিশ।
সিলেট তারিখ- ৪/০৩/২০২৪ খ্রি. বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন চাদনীঘাট সাকিনস্থ হোটেল মারজান আবাসিক এর সামনের ফাঁকা জায়গা হতে জুয়া খেলারত অবস্থায় ৭ জন জুয়ারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১। ইমাম হোসেন(৪৮), পিতাঃ মৃত আব্দুল করিম, সাং- শ্যামপুর, থানাঃ মিঠামইন, জেলাঃ কিশোরগঞ্জ, বর্তমানঃ শাহজালাল হোটেল, কদমতলী, থানাঃ দক্ষিন সুরমা, জেলাঃ সিলেট।
২। হাসিম মিয়া(৩৩), পিতাঃ সোনা মিয়া, সাং- দুলাবাজার, গোবিন্দগঞ্জ, থানাঃ ছাতক, জেলাঃ সুনামগ্নজ।
৩। আতাউর রহমান(৩০), পিতাঃ গরিব উল্লাহ, সাং- শ্রীরামপুর, থানাঃ মোগলাবাজার, জেলাঃ সিলেট।
৪। আল আমিন(৩১), পিতাঃ ফয়েজ উদ্দিন, সাং- উত্তর রায়গর, থানাঃ গোলাপগঞ্জ, জেলাঃ সিলেট।
৫। রিংকু রায়(২২), পিতাঃ মৃত অনিল রায়, সাং-নতুন হাটি, বাহাড়া, থানাঃ শাল্লা, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানঃ লম্বা কলোনী, মোমিনখোলা, থানাঃ দক্ষিন সুরমা, জেলাঃ সিলেট।
৬। লিটন রায়(৪৮), পিতাঃ মৃত মনি রায়, সাং-পুকড়া, বালিখান, থানাঃ হবিগঞ্জ, জেলাঃ হবিগঞ্জ, বর্তমানঃ ৮৬, যতরপুর, থানাঃ কতোয়ালী, জেলাঃ সিলেট।
৭। বাপন আহমেদ(৩২), পিতাঃ লায়েক মিয়া, সাং-ছড়ারপাড়, কালিঘাট, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট।