সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চালিয়ে আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ০৭ (সাত) জন’কে গ্রেফতার করেছেন পুলিশ। উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ০২/০৩/২০২৪খ্রিঃ অনুমান ২০.২০ ঘটিকায় এসএমপি কোতোয়ালী মডেল থানাধীন তালতলা সাকিনস্থ হোটেল সুফিয়া (আবসিকে) অভিযান পরিচালনা করে ১। তানভীর হোসেন(১৯), পিতাঃ কবির হোসেন, সাং-ভানুগাছ, থানাঃ কমলগঞ্জ, জেলাঃ মৌলভীবাজার, বর্তমানঃ মামুনের কলোনী, বাবনা পয়েন্ট, ভার্থখলা, থানাঃ দক্ষিন সুরমা, জেলাঃ সিলেট,২। রাফি আহমদ(২৪), পিতাঃ মইন উদ্দিন, সাং- ধরমপুর, থানাঃ মোগলাবাজার, জেলাঃ সিলেট, ৩। আব্দুল জব্বার(২৭), পিতাঃ মতিউর রহমান, সাং- উত্তর পাকনা, থানাঃ বড়লেখা, জেলাঃ মৌলভীবাজার, ৪। মাজহারুল ইসলাম(২১), পিতাঃ মোঃ সেলিম মিয়া, সাং- সরদারপুর, থানাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ, ৫। লুতফা বেগম(৩০), পিতাঃ ছেরাগ আলী, সাং- হাদারপাড়, থানাঃ গোয়াইনঘাট, জেলাঃ সিলেট,৬। শাহীনা আক্তার(২১), পিতাঃ আতাউর রহমান, সাং- ধনপুর, থানাঃ শান্তিগঞ্জ, জেলাঃ সুনামগঞ্জ, ৭। রুবিনা বেগম(২১), পিতাঃ ইসমাইল আলী, সাং- করিমপুর, থানাঃ মোগলাবাজার, জেলাঃ সিলেটদের গ্রেফতার করে এসএমপি কোতয়ালী মডেল থানার নন এফআইআর নং-৯৮/২০২৪,- তাং-০৩/০৩/২০২৪ খ্রিঃ ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারা। গ্রেফতারকৃতদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ০৭ জন’কে গ্রেফতার করেছেন পুলিশ
কমেন্ট