আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ০৭ জন’কে গ্রেফতার করেছেন পুলিশ

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চালিয়ে আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ০৭ (সাত) জন’কে গ্রেফতার করেছেন পুলিশ।  উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ০২/০৩/২০২৪খ্রিঃ অনুমান ২০.২০ ঘটিকায় এসএমপি কোতোয়ালী মডেল থানাধীন তালতলা সাকিনস্থ হোটেল সুফিয়া (আবসিকে) অভিযান পরিচালনা করে ১। তানভীর হোসেন(১৯), পিতাঃ কবির হোসেন, সাং-ভানুগাছ, থানাঃ কমলগঞ্জ, জেলাঃ মৌলভীবাজার, বর্তমানঃ মামুনের কলোনী, বাবনা পয়েন্ট, ভার্থখলা, থানাঃ দক্ষিন সুরমা, জেলাঃ সিলেট,২। রাফি আহমদ(২৪), পিতাঃ মইন উদ্দিন, সাং- ধরমপুর, থানাঃ মোগলাবাজার, জেলাঃ সিলেট, ৩। আব্দুল জব্বার(২৭), পিতাঃ মতিউর রহমান, সাং- উত্তর পাকনা, থানাঃ বড়লেখা, জেলাঃ মৌলভীবাজার, ৪। মাজহারুল ইসলাম(২১), পিতাঃ মোঃ সেলিম মিয়া, সাং- সরদারপুর, থানাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ, ৫। লুতফা বেগম(৩০), পিতাঃ ছেরাগ আলী, সাং- হাদারপাড়, থানাঃ গোয়াইনঘাট, জেলাঃ সিলেট,৬। শাহীনা আক্তার(২১), পিতাঃ আতাউর রহমান, সাং- ধনপুর, থানাঃ শান্তিগঞ্জ, জেলাঃ সুনামগঞ্জ, ৭। রুবিনা বেগম(২১), পিতাঃ ইসমাইল আলী, সাং- করিমপুর, থানাঃ মোগলাবাজার, জেলাঃ সিলেটদের গ্রেফতার করে এসএমপি কোতয়ালী মডেল থানার নন এফআইআর নং-৯৮/২০২৪,- তাং-০৩/০৩/২০২৪ খ্রিঃ ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারা।   গ্রেফতারকৃতদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *