সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চালিয়ে অবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ০৪ (চার) জনকে গ্রেফতার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সিলেট মহানগরীতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অবৈধ অস্ত্র,মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনাকালে উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ২৭/০২/২০২৪খ্রিঃ অনুমান ১৯.৩০ ঘটিকায় এসএমপি কোতয়ালী মডেল থানাধীন ওসমানী মেডিকেল কলেজ সংলগ্ন সাকিনস্থ হোটেল বাধন আবাসিককে অভিযান পরিচালান করে ১। মোঃ সোহেল মিয়া(৩৫), পিতা-শুক্কুর মিয়া, সাং-খাড়ারপাড়, থানা- দক্ষিন সুরমা, জেলা-সিলেট. ২। মোঃ উজ্জল আহমদ(২০), পিতা- আব্দুস সোবহান, সাং-কুরেশপুর, থানা- দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-বাধন হোটেল আবাসিক, ওসমানী মেডিকেল রোড, থানা- কোতয়ালী, জেলা-সিলেট, ৩। র্ঝনা(২০), পিতা-মৃত আরব আলী, সাং-চানমারীবাজার, থানা-রুপসা, জেলা-খুলনা, বর্তমানে- ভাসমান, ৪। ফারজানা আক্তার(১৯), স্বামী- সোহেল আহম্দ, পিতা হিরা মিয়া, সাং- সোনাসার, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে-কায়েস্থরাইল,(ভটলীর বাসা), থানা-দক্ষিন সুরমা, জেলা-সিলেটদের গ্রেফতার করে এসএমপি কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৯১/২০২৪,তাং-২৮/০২/২০২৪ খ্রিঃ ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপদ করা হয়েছে।