সোলেমান হোসেন চুন্নু : হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রীয় পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,দৈনিক জাগ্রত সিলেটের সহ-সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী জনাব সোয়েব মুন্না’র স্বদেশ আগমন উপলক্ষে ওসমানী আন্তর্জাতিক সিলেট বিমানবন্দরে সংঘটনের পক্ষ থেকে তাৎক্ষনিক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান,।
সংঘটনের সভাপতি কবি ও গবেষক আবু ছালেহ আহমদ,সিনিয়র সহ-সভাপতি বাউল রিরহী কালা মিয়া,প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নাঠ্যকার সোলেমান হোসেন চুন্নু,সহ-সভাপতি সংঘটক আসাদুজ্জামান নূর,সহ-সভাপতি বাউল আং খালিক,সহ-সভাপতি কবি আং কুদ্দুছ শমশাদ গাজী,১ম যুগ্ম-সাধারন সম্পাদক নাট্যকার কামরুল চৌধুরী,সাংগঠনিক সম্পাদক সংগঠক মোঃ সেলিম মিয়া,কোষাধ্যক্ষ কবি সৈয়দ নিয়াজ,সদস্য তারেক চৌধুরী, মুক্তার মিয়া।
কমেন্ট