আনোয়ার ফাউন্ডেশন ইউ.কে সিলেটের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে : পুলিশ সুপার আশরাফুজ্জামান

আনোয়ার ফাউন্ডেশন ইউ.কে এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকালে সিলেট ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার, ওমরপুর ইউনিয়নের পূর্ব বাড়ি কঠালপুর গ্রামে অসহায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম সেবা) বলেন, দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাদের পাশে দাঁড়ানো সচেতন মানুষ হিসেবে আমাদের  নৈতিক দায়িত্ব। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। শীতের শুরু থেকেই অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে আনোয়ার ফাউন্ডেশন ইউ.কে। আনোয়ার ফাউন্ডেশন ইউ.কে সিলেটের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এ ধরনের একটি মহতি উদ্যোগ নেওয়ার জন্য আনোয়ার ফাউন্ডেশন ইউ.কে এর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। পাশাপাশি সমাজের বিত্তশালীদের নিজ নিজ এলাকার অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। তাই আগামীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও কয়েছ ফাউন্ডেশন ইউকে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কয়েছ আহমদ, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল করিম, রিপন মিয়া, আব্দুল মখবুব, আব্দুল মহিত, আব্দুল কালাম, মধুমিয়া, নজরুল, নজরুল হাসান, ছাবির আহমদ, সাইদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *