ভারতে সন্দেহজনক চীনা ড্রোন জব্দ, শেষে যা পাওয়া গেল

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: ভারতের পাঞ্জাব অঞ্চলে দায়িত্বরত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা একটি সন্দেহজনক চীনা ড্রোন জব্দ করেছে। পরে সেটি থেকে মাদক উদ্ধার করা হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার (২ অক্টোবর) পাঞ্জাবের তরন তারান জেলার কালসিয়ান খুর্দ গ্রামের কাছে একটি ড্রোনের গতিবিধি অনুসরণ করেন বিএসএফ জওয়ানরা। পরে একটি ধানক্ষেত থেকে এক প্যাকেট মাদকসহ ড্রোনটি উদ্ধার করেন বিএসএফ সদস্যরা।

খবরে বলা হয়েছে— উদ্ধার হওয়া ড্রোনটি চীনে তৈরি একটি কোয়াডকপ্টার (যার মডেল- ডিজেআই ম্যাট্রিক্স ৩০০ আরটিকে)। এ  উদ্ধার করা মাদকদ্রব্যের ওজন ২ দশমিক ৭ কেজি।

বিএসএফের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সীমান্তের বেড়ার সামনে তল্লাশি অভিযানের সময় বিএসএফ সৈন্যরা একটি ড্রোন উদ্ধার করেছে, যা একটি কোয়াডকপ্টার (মডেল- ডিজেআই ম্যাট্রিস ৩০০ আরটিকে, চীনে তৈরি) এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যের ওজন ২ দশমিক ৭ কেজি।’

এতে আরও বলা হয়, এটি চোরাকারবারিদের ড্রোনের মাধ্যমে মাদকপাচারের আরেকটি প্রচেষ্টা, যা সতর্ক বিএসএফ সৈন্যরা ব্যর্থ করে দিয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *