চারন কবি রাধাপদ সরকারের উপর  হামলার ঘটনায় নিন্দা ও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে যৌথ বিবৃতি

ফাতেমা সুলতানা :    চারন কবি রাধাপদ সরকারের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখার নিন্দা ও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে যৌথ বিবৃতি দিয়েছেন।

জাতীয় পত্রিকা সূত্রে জানা যায়, শনিবার ৩০ সেপ্টেম্বর, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোদ্দারের পাড় এলাকার অত্যন্ত নিরীহ কবি যিনি লোক কবিতায় ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছেন তার উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা । সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি । ৩ অক্টোবর ২০২৩ ইংরেজি যৌথ বিবৃতিতে সংগঠনের সদস্যবৃন্দ জানান, এই ধরনের ঘটনা সাহিত্য সংস্কৃতির উপর প্রত্যক্ষ আঘাত। বার বার লক্ষ্য করা যাচ্ছে দুর্বৃত্ত রা সু্যোগ পেলেই এই ধরনের পেশিশক্তি বিহীন নির্দলীয় নিপাট সাধারণ জীবনের অধিকারীদের উপর আক্রমন করছে।তাই হামলাকারী একই এলাকার রফিকুল ইসলাম এবং কদুর আলী গং কে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে এবং রাধাপদ রায়ের চিকিৎসার সম্পূর্ণ খরচ তাদেরকে বহন করতে হবে।আমরা, এই সংস্কৃতি বিরোধী সাহিত্য বিদ্বেষীদের রুখতে সবাইকে এক হওয়ার আহবান জানাই। আমরা নিম্নের নাম ও পদবী ধারীরা এই হামলারবনিন্দা ও দ্রুত বিচার এর দাবি জানাচ্ছি।
১। হিমাংশু মিত্র আহবায়ক সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখা
২। দেবব্রত রায় দিপন বিভাগীয় সমন্বয়কারী, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা।
৩। জান্নাত আরা খান পান্না, সদস্য, কেন্দ্রীয় কমিটি সম্মিলিত সামাজিক আন্দোলন।
৪। মুকির হোসেন চৌধুরী, সাবেক আহবায়ক সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা।
৫। উদয়ন দাশ পুরকায়স্থ, সিনিয়র সদস্য
৬। ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক, সিলেট জেলা।
৭। ফাতেমা সুলতানা, যুগ্ম আহবায়ক, সিলেট জেলা
৮।সন্তু চৌধুরী, সদস্য আহবায়ক কমিটি
৯। আক্তারুজ্জামান বাবুল,সদস্য আহবায়ক কমিটি
১০। সন্দীপন শুভ, সাবেক সদস্য সচিব, সিলেট জেলা
১১। মাসুম খান, সদস্য আহবায়ক কমিটি।
১২। নাফিসা শবনম,সদস্য আহবায়ক কমিটি
১৩। হেলাল আহমদ, সদস্য আহবায়ক কমিটি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *