ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য

সম্প্রতি ভূমিকম্পে সিলেটের কানাইঘাট উপজেলার ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ঘর পরিদর্শন করেছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ঘরগুলোর তালিকা তৈরি করার জন্য যুব রেড ক্রিসেন্ট সদস্যদের নির্দেশ দেন।
মস্তাক আহমদ পলাশ বলেন,’যে কোনো দূর্যোগে সরকারের পাশাপাশি রেড ক্রিসেন্ট সব সময় জনগনের পাশে থাকে। আমরা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর তালিকা তৈরি করে পর্যায়ক্রমে সেগুলো মেরামত করে দেব।’
পরিদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া,সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল মন্নান,আওয়ামী নেতা আব্দুল লতিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
মস্তাক আহমদ পলাশ এর পূর্বে সামাজিক যোগাযোগ উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় এমপির বিশেষ বরাদ্দকৃত ও এলজিইডির বাস্তবায়নে সোনাতন পুঞ্জি জামে মসজিদের টাইলসের কাজ পরিদর্শন করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *