মানবাধিকার লঙ্ঘনকারী সরকারগুলো প্রায় সময়ই একই কাজ করে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: যুক্তরাষ্ট্র সবার জন্য মানবাধিকারের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন।

একইসঙ্গে তিনি বলেছেন, যেসব দেশের সরকার মানবাধিকার লঙ্ঘন করে তারা প্রায় সব সময় একই কাজ করে।

সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সংবলিত একটি পোস্ট করা হয়।

এতে ব্লিংকেন বলেন, যেসব সরকার মানবাধিকার লঙ্ঘন করে তারা প্রায় সবসময় একই ধরনের কাজ করে। যেমন— অন্য দেশে আক্রমণ, জবরদস্তি করা এবং অন্যান্য দেশকে হুমকি দেওয়া বা বাণিজ্যের নিয়ম ভঙ্গ করা। যুক্তরাষ্ট্র সবার জন্য মানবাধিকারের পক্ষে তার অবস্থান অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, মানবাধিকারের পক্ষে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের আগ্রহ কেবল যে নীতিগত বিষয় তা নয়, এটি দেশটির জাতীয় নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ইস্যুগুলোতে যুক্তরাষ্ট্র বরাবরই সোচ্চার। সম্প্রতি প্রকাশিত তাদের নতুন ভিসানীতিতে গণতন্ত্র ও ভোটাধিকার লংঘনকারী দেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *