সুরঞ্জিত বর্মন ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর: এড. শামসুল ইসলাম

সিলেট জেলা বারের এডিশনাল পিপি ও ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, সুরঞ্জিত বর্মন হাওর অঞ্চল এলাকার মানুষের হৃদয়ে আজীবন স্মরনীয় হয়ে থাকবেন। তিনি নিরবে নিভৃতে এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কণ্ঠস্বর ছিলেন। তাঁর আদর্শ ও স্মৃতিকে ধরে রেখে সমাজের মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে। তিনি তাঁর কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন। আমরা প্রয়াত সুরঞ্জিত বর্মন এর আত্ম মাগফেরাত কামনা করছি।

তিনি রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে হাওর উন্নয়ন পরিষদের প্রয়াত সভাপতি সুরঞ্জিত বর্মন এর মৃত্যুতে সুনামগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন ও হাওর উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সুনামগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদার এবং সাধারণ সম্পাদক খালেদ মিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম. এ. হান্নান, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী মামুনুর রশীদ, স্বাগত বক্তব্য রাখেন হাওর উন্নয়ন পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব তারা মিয়া তালুকদার ও সহ-সভাপতি শ্যামল চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, শেখ আখতারুজ্জামান, মো. ইউসুফ সেলু, অধ্যক্ষ নুর উদ্দিন খান, স্বপন বর্মন, অশোক বর্মন, অমর চাদ দাস বকু, মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *