সিলেটে নজরকারা উন্নয়ন হবে: মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি। তিনি নগরীর ৪ ও ৫নং ওয়ার্ড বিমানবন্দর এলাকা এবং বিকালে পথ সভা করেন নয়াবাজার, টিলারগাঁও, মাউন্ট এডোরার সামন, তেমুখী পয়েন্ট, বাস স্ট্যান্ড, ভার্সিটি গেট, নাজিরেরগাও পয়েন্ট, শাহপরান পয়েন্ট, টুকের বাজার ও এরপর তিনি উঠান বৈঠক করেন ২১নং ওয়ার্ড ও সোনারপাড়ায়।

এসময় তিনি বলেন সিলেটের উন্নয়নের জন্য মাঠে কাজ করছি। আমি সকলের পরামর্শ নিয়ে সিলেটে উন্নয়ন কাজ করব। প্রথমে দুর্নীতি নির্মূল করব ইনশাল্লাহ। কোন দুর্নীতিবাজ কে কোথাও স্থান দেয়া হবে না। বরাদ্দের শতভাগ কাজে লাগিয়ে নজরকারা উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে কথা দিলাম আপনাদের কোন টাকা মার যাবে না। চুরি হবে না। দুর্নীতি হবে না। আমানতদারির সাথে সব টাকা কাজে লাগানো হবে।

রোববার (৪ জুন) ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ডে হাত পাখার মেয়র পদপ্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান দিনব্যাপি গণসংযোগ করেন।

এসময় উপাস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি হযরত মাওলানা শহিদুল ইসলাম পলাশী, বাংলাদেশ সিলেট মহানগর সহ সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামি শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি মোঃ ফজলুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হান্নান, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মাওলানা বদরুল হক, মহানগর সভাপতি মকবুল হোসেন,  সহ-জেলা মহানগর নেতৃবৃন্দ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *