ইউক্রেনে পশ্চিমা সহায়তা নিয়ে নতুন শঙ্কায় মেদভেদেভ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে যেভাবে অস্ত্র সরবরাহ করছে, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এর ফলে ‘পারমাণবিক সর্বনাশের’ সম্ভাবনা আরও জোরদার হবে বলে মনে করছেন তিনি।

রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ-এর বরাত দিয়ে আল আরাবিয়া এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ মঙ্গলবার বলেছেন, ইউক্রেন তার পশ্চিমা সমর্থকদের কাছ থেকে যত বেশি ধ্বংসাত্মক অস্ত্র পাবে, ‘পরমাণু সর্বনাশের ঝুঁকি তত বেশি’ তৈরি হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ।

রাশিয়ার এ বর্ষিয়ান রাজনীতিককে উদ্ধৃত করে আরআইএ বলেছে, বেলগোরোডের রুশ সীমান্ত অঞ্চলে সশস্ত্র অনুপ্রবেশে জড়িত থাকার বিষয়টি কিয়েভ যে অস্বীকার করেছে, তা ‘মিথ্যা’।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *