রাস্তা বন্ধ, যেকোনো সময় ইমরান খানের বাড়ির ভেতর ‘অভিযান’

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: পাকিস্তান তেহরিক ই-ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাড়ির ভেতর কয়েকজন সন্ত্রাসী আশ্রয় নিয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বুধবার সন্ত্রাসীদের তুলে দিতে ইমরানকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার দুপুর ২টায় এটি শেষ হয়।

জিয়ো নিউজ জানিয়েছে, এ সময়সীমা শেষ হওয়ায় ইমরান খানের বাসভবন জামান পার্কে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অনেক সদস্য সেখানে উপস্থিত রয়েছেন। ইমরান খানের বাড়ির ভেতর পুলিশ যেকোনো সময় বড় অভিযান চালাতে পারে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল এবং ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

যদিও এর আগে আরেক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছিল, জামান পার্কের আশপাশে এখন পুলিশ সদস্যদের সংখ্যা কম এবং ইমরানের বাড়ির ভেতর অভিযান চালানোর কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না।

বুধবার রাতে পাঞ্জাবের প্রাদেশিক সরকারের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী আমীর মির জামান পার্কের বাসভবনে অবস্থানরত কথিত ‘সন্ত্রাসীদের’ পুলিশের হাতে তুলে দিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। অন্যথায় কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *