গত ১৩ ই মে শনিবার বিকেলে জিন্দাবাজারস্থ এক অভিজাত রেস্টুরেন্টে মরমী লোক গীতি কবি দেওয়ান হাছন রাজা নামে ‘হাছন রাজা লোক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ” এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কবি ইমামুল ইসলাম রানার পরিচালনার, হাছন রাজা লোক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ২১ (একুশ) সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন লোক গবেষক ১ম যুগ্ন আহবায়ক কবি আবু সালেহ আহমেদ,
এবং সমন্বয়ক ও যুগ্ন আহবায়ক নাট্যকার সুলেমান হোসেন চুন্নু।
সংগঠন কে সামনে র দিকে এগিয়ে নেওয়ার জন্য অনেকে ই বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখছেন।
এতে উপস্থিত ছিলেন,
আহবায়ক :-অধ্যাপক-কবি রফিকুল ইসলাম
যুগ্ন আহবায়ক – কবি আবু ছালে আহমদ
যুগ্ন আহবায়ক -শিল্পী বিরহী কালা মিয়া
যুগ্নআহবায়ক : গীতিকার -ফারুক আহমদ
যুগ্ন আহবায়ক :কবি মোঃ মোস্তাক চৌধুরী
যুগ্ন আহবায়ক : কবি শামিমা আক্তার ঝিনু
যুগ্ন আহবায়ক :নাঠ্যকার: সোলেমান হোসেন চুন্নু
যুগ্ন আহবায়ক :সংগঠক -আসাদুজ্জামান নুর
যুগ্ন আহবায়ক –
কবি-এড,আবদুল্লাহ আল হাসান
যুগ্ন আহবায়ক -প্রকাশক -সাখাওয়াত হোসেন পীর, সদস্য সচিব:কবি ইমামুল ইসলাম রানা
সদস্য :১, কবি শাহ আব্দুস সালাম
২,শিল্পী-মোশারফ পারভেজ
,৩,কবি লুংফুর রহমান তারেক
৪,কবি সুহেনা আক্তার হেনা
৫,কবি সৈয়দ নিয়াজ
৬,সাংবাদিক -শরীফ গাজী
৭,নাঠ্য কর্মী: সেলিম মিয়া
৮,মডেল:গোলাম হোসেন
৯,কবি-নাহিদা চৌধুরী
১০,কবি-এম এ আউয়াল
প্রমুখ।