লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিতের লক্ষে যুব সংহতির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: নজরুল ইসলাম বাবুল

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, পল্লী বন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টি দেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিক। বর্তমান চেয়ারম্যান জি এম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টির যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তা আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকের বিজয়ের মাধ্যমে নগরবাসী তা প্রমাণ করে দেবে।
তিনি বুধবার (১০ মে) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জাতীয় যুব সংহতি সিলেট মহানগর শাখার কর্মী সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিতের লক্ষে যুব সংহতির সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
জাতীয় যুব সংহতি সিলেট মহানগর শাখার সভাপতি মো. সুফিয়ান খানের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী।
মহানগর শাখার অন্যতম নেতা মো. জাহাঙ্গীর খানের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা আতিকুর রহমান, মুক্তা মিয়া, আব্দুল মোমিন, হাবিবুর রহমান, সিদ্দেক আলী, জাতীয় যুব সংহতি সিলেট মহানগর শাখার যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান রুমন, যুব নেতা জালাল আহমদ, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এম মুর্শেদ খান, সদস্য সচিব এম বরকত আলী, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আফজাল হোসেন মান্না, জাতীয় মহিলা পার্টির মহানগর শাখার সভাপতি রুনা বেগম, জাতীয় যুব সংহতি সিলেট মহানগর শাখার নেতা মামুনুর রশিদ মামুন, মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, যুব সংহতি জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী আতিকুর রহমান। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *