দেশের বিভাগীয় শহরে ঈদের জামাত কখন কোথায়

নিউজ ডেস্ক:::
চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। এখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। লালদীঘিরপাড়স্থ চসিক শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়া চসিকের তত্ত্বাবধানে সকাল ৮টায় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত এলাকার মসজিদ বা ঈদগাহে অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামাত স্টেডিয়ামসংলগ্ন জিমন্যাসিয়াম মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

রাজশাহী

মহানগরীর হযরত শাহ মখদুম রূপোস (র.) কেন্দ্রীয় ইদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাত অনুষ্ঠানের আগে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ও জেলা প্রশাসক শামীম আহমেদ মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

বরিশাল

মহানগরীর সাড়ে ৫০০ মসজিদের মধ্যে তিন শতাধিক মসজিদে ঈদের জামাত সকাল ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। তবে সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে নগরীর মুসলিম গোরস্থান রোডে আঞ্জুমান-ই-হেমায়েত ইসলাম মাঠে। সকাল সাড়ে আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর বান্দ রোডে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। বরিশাল সদর উপজেলার চরমোনাই ময়দানে সকাল সাড়ে ৮টায়, উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও নেছারাবাদ দরবার শরিফে সকাল ৮টায় ঈদের জামাত হবে। বরিশাল নগরীর জামে বায়তুল মোকাররম মসজিদ, জামে এবাদুল্লাহ মসজিদ ও জামে কসাই মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায় দুটি করে জামাত হবে। নগরীর দক্ষিণ আলেকান্দার খানবাড়ি জামে মসজিদ, সাগরদী ইসলামিয়া জামে মসজিদ, মল্লিক বাড়ি মসজিদে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট

নগরে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। শাহী ঈদগাহে মন্ত্রী, সিটি মেয়র, এমপিসহ শীর্ষ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, উচ্চপদস্থ কর্মকর্তা থেকে সর্বস্তরের মানুষ একসঙ্গে ঈদের জামাত আদায় করবেন। এছাড়া হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ ও হজরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদ, টিলাগড় মদনী ঈদগাহ, সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। আলিয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত হবে সকাল ৮টায়। নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের জামাত হবে তিনটি। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৯টায় তৃতীয়টি অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার ছোট বড় ঈদগাহ, পাড়ার মসজিদ মিলিয়ে কয়েক শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রংপুর

মহানগরীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে সিটি করপোরেশন, বিভাগীয় প্রশাসন, পুলিশের রংপুর রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজ আদায় করবেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ নেতাকর্মীসহ প্রায় ২৫ হাজার মানুষ ঈদের জামাতে নামাজ আদায় করবেন। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প স্থান হিসেবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দুই পর্বে সকাল সাড়ে ৮টায় এবং সকাল ৯টায় ওই জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও রংপুর মহানগরীর ৭৫টিসহ জেলার প্রায় এক হাজার ২০০ ঈদগাহ মাঠে জামাত আদায় করবেন মুসল্লিরা।

এদিকে এই অঞ্চলের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায় মহানগরীর দামোদরপুর বড় ময়দান মাঠে এবং গঙ্গাচড়া উপজেলার তালুক হাবু ঈদগাহ মাঠে। এই দুই ঈদগাহে প্রতি বছর অর্ধলাখের বেশি মানুষ ঈদের নামাজ আদায় করেন। মহানগরীর মুন্সিপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, হযরত মাওলানা কেরামত আলী (রহ.) মাজারসংলগ্ন কেরামতিয়া মসজিদে সকাল সাড়ে ৯টায়, মন্ডলপাড়া বড় ঈদগাহ ময়দানে সাড়ে ৯টায়, বড় রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহে ৯টায়, বদরগঞ্জ চান্দামাড়ি কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়, গঙ্গাচড়ার পাইকান বড় জুমা মসজিদ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ধাপ স্টাফ কোয়ার্টার জামে মসজিদ মাঠে এবং বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বুড়িরহাট মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এদিকে সিটি করপোরেশনের আয়োজনে মহানগরীর ৫০টি ঈদগাহে নামাজ আদায় হবে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত।

খুলনা

ঈদের প্রধান জামাতের আয়োজন করা হয়েছে খুলনা সার্কিট হাউজ মাঠে। নগরীর প্রথম ও প্রধান এ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। প্রতিকূল আবহাওয়া বিবেচনায় রেখে বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লার মসজিদগুলোও ঈদ জামাত আয়োজনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সকাল সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *