রণক্ষেত্রে চীনের তৈরি অস্ত্রের যন্ত্রাংশ পাওয়ার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক::

রণক্ষেত্রে রাশিয়ার ব্যবহৃত অস্ত্রে চীন নির্মিত উপাদান পাওয়া গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের সেনাবাহিনী।

শুক্রবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিনিয়র উপদেষ্টা এ তথ্য দিয়েছেন। খবর রয়টার্সের।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের চিফ অব স্টাফকে নিষেধাজ্ঞা নীতি নিয়ে পরামর্শ দেওয়া ভ্লাদিস্লাভ ভ্লাসিউক বলেন, রণক্ষেত্রে উদ্ধার করা অস্ত্রে আমরা ভিন্ন ধরনের ইলেকট্রনিকস পাচ্ছি।

তিনি বলেন, এখন পশ্চিমা নির্মিত উপাদান কম পাওয়া যাচ্ছে। কিন্তু বেশি পাওয়া যাচ্ছে যে দেশের সেটি অবশ্যই চীন।

ইউক্রেনীয় বিশেষজ্ঞদের সংগৃহীত গোয়েন্দা তথ্য রয়টার্সকে সরবরাহ করা হয়েছে। এতে দেখা গেছে, ওরলান ড্রোনের নেভিগেশন ব্যবস্থা চীন নির্মিত উপাদান রয়েছে। এ ড্রোনগুলোতে আগে সুইজারল্যান্ডের ডিজাইন ব্যবহার করা হতো।

রাশিয়াকে সামরিক সরঞ্জাম সরবরাহের কথা চীন একাধিকবার অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বলে আসছে, রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছে চীন। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়াকে রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে বেইজিং। কিন্তু প্রকাশ্যে নিজেদের নিরপেক্ষ হিসেবে দাবি করছে দেশটি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *