চীনের সঙ্গে লড়তে প্রস্তুত যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক::

চীন যদি তাইওয়ানের বিরুদ্ধে হামলা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র বেইজিংয়ের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে টেক্সাসের এ কংগ্রেসম্যান এসব কথা বলেন। এর আগে তিন দিনের সফরে তাইওয়ান পৌঁছে একটি দ্বিদলীয় মার্কিন প্রতিনিধিদল। যার নেতৃত্বে রয়েছেন মাইকেল ম্যাককল।

তাইওয়ানের রাজধানী তাইপে থেকে ফক্স নিউজকে তিনি বলেন, কমিউনিস্ট রাষ্ট্র চীন যদি তাইওয়ানে হামলা চালায় তাহলে বিষয়টি নিয়ে অবশ্যই কংগ্রেস এবং যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আলোচনা করা হবে। জনগণ সমর্থন করলে কংগ্রেস সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।

খবরে বলা হয়েছে, তাইওয়ানের মাটিতে সেনা মোতায়েনের কথা বলা হলেও- যুদ্ধের প্রসঙ্গ যখন আসবে তখন মার্কিন জনগণের সমর্থনের বিষয়টি কীভাবে নিরূপণ করা হবে- সেটা তিনি পরিষ্কার করে বলেননি। তবে যুদ্ধ যে সব সময় সর্বশেষ ব্যবস্থা, সেটাও উল্লেখ করেন এই মার্কিন কংগ্রেসম্যান।

মাইকেল ম্যাককল আরও বলেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় তাহলে তাইওয়ানে মার্কিন সেনা মোতায়নের ক্ষেত্রে কংগ্রেস অনুমোদন দিতে মোটেই দেরি করবে না।

তিনি বলেন, ইউক্রেনের চেয়ে খুব আলাদা অবস্থানে আছে তাইওয়ান। তার প্রথমটা হল, তারা যুদ্ধে পরীক্ষিত বা প্রস্তুত নয়। তারা যুদ্ধের জন্য প্রস্তুত নয়।

ম্যাককল বলেন, আপনি যখন ইউক্রেনের দিকে তাকান, দেখবেন ন্যাটো তাদের সমর্থন করেছে। প্রশান্ত মহাসাগরে তো ন্যাটো নেই। তাই জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়ার দিকে তাকালে, আমাদেরও বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে হবে।

‘কারণ যদি আমরা সেটা না করি, তার অর্থ দাঁড়াবে- আমরা আগ্রাসন ও যুদ্ধকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি,’ সতর্ক করে বলেন ম্যাককল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *