এসএমপি‘র মার্চ মাসের  অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএমপি‘র মার্চ মাসের ২৫/০৩/২০২৩ খ্রিঃ তারিখে বেলা ১১:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে  মার্চ/২০২৩ খ্রিঃ মাসের  অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা মহোদয়। এসময়  উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত পুলিশ কর্মকর্তাগণদের নিজ নিজ এলাকার অপরাধ সংক্রান্ত বিষয়ে জানতে চান। উপস্থিত কর্মকর্তাগণ নিজ নিজ এলাকার অপরাধ পরিস্থিতি অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়ের নিকট উপস্থাপন করেন। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের চলমান মামলার অগ্রগতি সম্পর্কে আলোচনা ও নথি পর্যবেক্ষণ করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় কর্মকর্তাবৃন্দদের সৎ ও মানবিক পুলিশিং সেবার দিক-নির্দেশণা প্রদান করেন। মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ মহোদয়ের নির্দেশিত পুলিশিং, পুলিশের ইমেজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার সংক্রান্ত নির্দেশণাবলী, শৃঙ্খলা- ড্রেসকোড বজায় রেখে পেশাদারিত্বের সাথে ডিউটিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশণা প্রদান করেন। তিনি বলেন, ভাল কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয় তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *