সিলেট খাদিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে কে কত ভোট পেলেন

এর মধ্যে সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম আজাদ। তার প্রাপ্ত মোট ভোটসংখ্যা ৭৩৫১টি।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ছইদুর রহমান এনাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩৯৩টি।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বেলাল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৬৯টি ভোট।

মো. আব্দুল কাদির মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৭৫১টি ভোট।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মো. রফিকুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে ৯২১টি ভোট পেয়েছেন।

জাতীয় পার্টি (জেপি) সমর্থিত প্রার্থী ইফতেখার আহমদ লিমন বাইসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৩১৫টি ভোট।

আবু সাইদ অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ১৭৯টি ভোট। এছাড়াও মহিউদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৮টি ভোট।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।

খাদিমপাড়া ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৩১২৮০ জন ও ভোটকেন্দ্রের সংখ্যা ১১টি। তন্মধ্যে বৈধ ভোট প্রয়োগ হয়েছে ১৮১০৭টি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *