ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে যা বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক::  সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহের সঙ্গে দেখা করেছেন। জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে শুক্রবার এ সাক্ষাৎ হয় বলে খবর দিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি জানিয়েছে, সাক্ষাৎকালে বিভিন্ন ইস্যুর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ব্রাসেলসে আরব লীগের মহাসচিব আহমেদ আব্দুল ঘেইত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি ও নিরাপত্তাবিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে বৈঠক করেন প্রিন্স ফয়সাল। সেখানে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার উত্তেজনা এবং সৌদি আরব প্রস্তাবিত আরব পিস ইনিশিয়েটিভ নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে সে বিষয়ে অবহিত করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, সৌদি আরব ২০০২ সালে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সমাধানে আরব পিস ইনিশিয়েটিভ প্রস্তাব উত্থাপন করে। পরে ওই বছরই আরব লীগের বৈরুত সম্মেলনে তা গৃহীত হয়।

সৌদি প্রেস এজেন্সি আরও জানিয়েছে, জার্মানি সফরকালে প্রিন্স ফয়সাল জ্বালানিবিষয়ক একটি প্যানেল আলোচনায়ও অংশ নিয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *