পর্যটকদের সাথে ভালো আচরণের ও সেবার   মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করতে হবে: এডভোকেট মো. নাসির উদ্দিন খান

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেছেন, সিলেট একটি পর্যটন সমৃদ্ধ এলাকা। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও সিলেটে মানুষ বেড়াতে আসেন। এখানকার হোটেল এবং বিভিন্ন পর্যটন অঞ্চলের মানুষদের কাছ থেকে পর্যটকরা ভালো আচরণ আশা করেন। তাদেরকে সেবার মাধ্যমে সিলেটের ভাবমূর্তি উজ্জলের পাশাপশি সমৃদ্ধ অঞ্চল গঠন করা সম্ভব। তাই পর্যটকদের ভালো আচরণ ও সেবার  মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করতে হবে।

সিলেট নগরীর দরগাহ মহল্লাস্থ’ মিনারের পাশে ‘হোটেল দরগাহ’র উদ্বোধনকালে তিনি একথা বলেন। গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শাহজালাল দরগাহ মসজিদ কমিটির সেক্রেটারী সৈয়দ ফরিদ বখত, হোটেল দরগাহ’র এমডি ফেরদৌস চৌধুরী রুহেল, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক আব্দুর রহমান জামিল, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য মো: মজির উদ্দিন, সোয়েব আহমদ,’হোটেল দরগাহ’র পরিচালক আলী ওয়াসিকুজ্জামান অনী, পরিচালক আশরাফ আরমান, পরিচালক নজরুল ইসলাম,   সৈয়দ সারওয়ার আহমদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুফতি আবদুল খবির,সাবেক ক্রিকেটার মুফতি জামাল আহমদ, নোমান আহমদ, তরুণ ব্যবসায়ী গালিব চৌধুরী অমিত, আলী ওয়াকার উজ জামান, ইকবাল আহমদ, সাইদুল ইসলাম করিম, শুভাশিস, তামিম চৌধুরী প্রমূখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *