স্পোর্টস ডেস্ক:: সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারত-পাকিস্তান ক্রিকেটে উত্তেজনা চলছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের শোচনীয় হারের সুযোগ নিয়েছেন শোয়েব আখতার, রমিজ রাজাদের মতো পাকিস্তানের সাবেকরা।
ইংল্যান্ডের একটি উইকেটও তুলতে না পারায় ভারতীয় বোলারদের উদ্দেশ্যে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার বলেছিলেন— ‘একটাও আউট করতে পারলি না ভাই?’
পাকিস্তানের সাবেক স্পিডস্টারের এমন মন্তব্যে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ভারতীয় পেসার মোহাম্মদ শামির।
রোববার ফাইনালে সেই ইংল্যান্ডের কাছেই হেরে পাকিস্তানের শিরোপা হাতছাড়া করল।
এবার সুযোগ পেয়ে পাল্টা জবাব দিলেন মোহাম্মদ শামি।
বেন স্টোকসের জয়সূচক শটের পর টুইটারে শোয়েব আখতার একটি ইমোজি টুইট করেন। হৃদয়ভঙ্গের ইমোজি পোস্ট করেন তিনি।
তাতেই শামি লিখে দিয়েছেন— ‘দুঃখিত ভাই। এটিকে কর্মা বলে (অর্থাৎ কর্মফল ভোগ করতে হচ্ছে আখতারকে)।’
শামির সেই টুইটে মজেছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, ‘শামি, আপনি কাঁপিয়ে দিয়েছেন।’ একজন আবার তেলেগু সিনেমা ‘কেজিএফ’-র ‘রকি ভাইয়ের’ ছবি পোস্ট করে লেখেন— ‘শামি ভাই পুরো ফর্মে আছেন।’