শহিদ আফ্রিদির রেকর্ড ভাঙলেন শাদাব

স্পোর্টস ডেস্ক::  ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল হেরে হতাশা নেমে এসেছে পাকিস্তান শিবিরে। কাল পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং দুর্দশা প্রত্যক্ষ করল মেলবোর্ন। বোলাররা শেষ পর্যন্ত চেষ্টা করলেও রানের পুঁজিটা মামুলি হওয়ায় ম্যাচের রেজাল্ট পক্ষে আসেনি।

এই ম্যাচে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির রেকর্ড ভেঙে দিয়েছেন আরেক অলরাউন্ডার শাদাব খান। এতদিন টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রেকর্ড ছিল আফ্রিদির। শাদাব আফ্রিদিকে পেছনে ফেলে এখন সর্বোচ্চ ৯৮ উইকেটের মালিক।

রোববার হ্যারি ব্রুককে আউট করে এ রেকর্ড বগলদাবা করেন শাদাব।

এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আফ্রিদির রেকর্ডে ভাগ বসান ২৪ বছর বয়সি এ অলরাউন্ডার। গতকাল ৮৪তম ম্যাচে ৯৮ উইকেট পেয়েছেন শাদাব।

শাদাব-আফ্রিদির পর পাকিস্তানের হয়ে এই ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলারদের মধ্যে রয়েছেন— উমর গুল (৮৫), সাইদ আজমল (৮৫) ও হারিস রউফ (৭২)।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *