পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:: দক্ষতা ও দেশপ্রেমে ঘাটতি ছিল বলেই পুলিশের কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার  সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

আসাদুজ্জামান খান বলেন, ‘এটা চলমান প্রক্রিয়া। যাদের চাকরির বয়স ২৫ বছর হয়ে যায়,  তাদের যদি দক্ষতায় ঘাটতি পড়ে যায়, তাদের যদি দেশ প্রেমে ঘাটতি পড়ে যায়, তখন অনেক আগ থেকেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ ‘তাদের দক্ষতার ঘাটতি এবং দেশপ্রেমের ঘাটতি ছিল বলেই বিভাগ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করেছে।’

পুলিশ সদস্যদের মধ্যে যখন দেশপ্রেমের ঘাটতি থাকে এটাকে এলার্মিং মনে করেন কি না তা জানতে চাইলে তিনি বলেন, ‘না, না। এটা এলার্মিং মনে করব কেন?

সরকারের কাছে কিছুই এলার্মিং নয়। সরকার যদি মনে করে যে তার দক্ষতার ঘাটতি হয়েছে, তাকে দিয়ে কাজ হচ্ছে না, তো খামাখা একটা পোস্ট দখল করে রাখবে কেন? আরেকজন সে পোস্টে গিয়ে তার দক্ষতা দিয়ে আরও বেশি সেবা দিতে পারবে, সেজন্য এ কাজটি করা।’

সাংবাদিকদের আরেক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশপ্রেমের ঘাটতির কথা আপনি নিশ্চয়ই বুঝেন। তিনি যদি কোনো কাজ না করেন, যদি বসেই থাকেন, অলসতা করেন, যদি তার যে দায়িত্ব সেটি পালন না করেন তাহলে দক্ষতা এবং দেশপ্রেম দুটোর কথাই আমরা বলছি।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *