ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলের একাদশে যারা

স্পোর্টস ডেস্ক:: ক্ষতে প্রলেপ দেওয়ার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি ভারত। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের বদলা আজ নিতেই হবে যে!

সেজন্য একাদশে কোনো কমতি রাখেননি রোহিত শর্মা। দলে প্রত্যাশিতভাবেই আছের পেসার মোহাম্মদ শামি, আর্শদ্বীপ সিং ও ভুবনেশ্বর কুমার। স্পিনে যুজবেন্দ্রকে নেওয়ার আভাস পাওয়া গেলেও অভিজ্ঞ অশ্বিনে ভরসা টিম ম্যানেজমেন্টের।

লক্ষাধিক দর্শকাসন বিশিষ্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ।

ইতোমধ্যে টস হয়েছে। টসভাগ্য গেছে ভারতের পক্ষে। আর টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন রোহিত শর্মা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তাতে ভারতের ৮ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মোটে ৩টি ম্যাচ। এছাড়া বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের দুর্ভাগ্য তো আছেই। গত ট-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্ব আসরে কখনোই ভারতে বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান।

পাকিস্তান দলের একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহম্মদ রিজওয়ান, শান মাসুদ, শাদাব খান, হায়দার আলি, ইফতিখার আহমেদ, মোহম্মদ নওয়াজ, আসিফ আলি, নাসিম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

ভারত দলের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিং।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *