লিলিবেত থেকে এলিজাবেথ

নিউজ ডেস্ক :: শিশু যখন সবেমাত্র কথা বলতে শেখে, তখন নিজের নামে বিকৃতি ঘটাই স্বাভাবিক স্বভাব। আপনজনেদের মুখে লেগে থাকা সেই আধোবোলই সেসময় হয়ে ওঠে শিশুটির আদুরে ডাকনাম।

ঠিক এমনই ঘটেছিল রানি দ্বিতীয় এলিজাবেথের বেলায়ও। দাদা রাজা অষ্টম এডওয়ার্ডের স্নেহের নাতনিকে নাম জিজ্ঞেস করলে তিনি বলতেন, ‘লিলিবেত’। আর সেই নামই একসময় পারিবারিক পরিচিতি হয়ে ওঠে রানির।

এই নামেই তাকে ডাকতেন তার প্রিন্স ফিলিপও। ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে জন্ম নেওয়া সেই ছোট্ট শিশু লিলিবেতই ১৯৫৩ সালের ২ জুন অলংকৃত করেন ব্রিটেনের রানির আসন। হয়ে ওঠেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

টানা সাত দশক ওই আসনে অধিষ্ঠিত ছিলেন তিনি। তার আগে এত দীর্ঘ সময় কেউ ব্রিটেনের সিংহাসনের স্বাদ পাননি। চলতি বছরই রানির সিংহাসনে বসার ৭০ বছর উদযাপিত হয়েছে।

সব ইতিহাস পেছনে ফেলে ৯৬ বছর বয়সে সমাপ্তি ঘোষণা করেন ঐতিহ্যবাহী ব্রিটিশ রাজপরিবারের এক অবিসংবাদিত অধ্যায়ের।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *