শোয়েব মালিকের অধীনে খেলবেন বাংলাদেশের আরিফুল

খেলাধুলা ডেস্ক:: যুব বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বাংলাদেশি তরুণ অলরাউন্ডার আরিফুল ইসলাম। চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আইসিসি অ-১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ঝলমলে এক সেঞ্চুরি।

তার সেই পারফরম্যান্সের কথা স্মরণে রেখেছিল পাকিস্তান। এবার দেশটির লিগেই ডাক পেলেন আরিফুল। পাকিস্তানের  ফ্র্যাঞ্চাইজিভিত্তিক অ-১৯ টুর্নামেন্ট পাকিস্তান জুনিয়র লিগে (পিজেএল) খেলবেন এ বাংলাদেশি অলরাউন্ডার।

বৃহস্পতিবার পিজেএলের ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে আরিফুল ছাড়াও বাংলাদেশের আরও তিন ক্রিকেটারের নাম দেওয়া হয়। তবে তাদের মধ্য থেকে একমাত্র আরিফুলকেই বেছে নিয়েছে গুজরানওয়ালা জায়ান্টস ফ্রাঞ্চাইজি।

উল্লেখ্য, গুজরানওয়ালা জায়ান্টসের মেন্টর পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক।

এ বিশ্বতারকার অধীনে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ১৭ বছর বয়সি আরিফুল।

বিশ্বের প্রথম বয়সভিত্তিক ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে পাকিস্তান ছাড়াও আটটি ভিন্ন দেশের ১৪০ জন ক্রিকেটার অংশ নেবে। এই দেশগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও বাংলাদেশ।

ছয় দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ৬ অক্টোবর। এরপর ২১ অক্টোবর হবে এই টুর্নামেন্টের ফাইনাল। সবকটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *