সিলেটে বন্যার পানি কমেছে, ক্ষতিগ্রস্তদের আশার সঞ্চার

নিউজ ডেস্ক:: সিলেটে বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক হতে শুরু করেছে। সিলেটের বিভিন্ন উপজেলার পাশাপাশি পানি কমেছে নগরীর আশপাশ এলাকায়। টানা বৃষ্টিপাত আর উজানি ঢলে ইতোমধ্যেই সিলেটের সব কটি অঞ্চল বন্যায় প্লাবিত। পানিবন্দি থেকে জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মনে আশার সঞ্চার হচ্ছে।

শনিবার (১৮ জুন) বিকেল থেকে বৃষ্টি কম হওয়ায় বন্যার পানি নামতে শুরু করেছে। রাতে বৃষ্টি না হওয়ায় রোববার (১৯ জুন) সকালেও সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় বন্যার পানি কিছুটা কমতে দেখা গেছে। কিছু জায়গায় পানি ১ থেকে দেড় হাত কমেছে।

পূর্বের তুলনায় ১ থেকে দেড় হাত পানি কমেয় বাসা, বাড়িতে একটু স্বস্তি ও আশার আলো খুঁজে পাচ্ছেন বন্যা কবলিত মানুষরা।

আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, যা আমরা রেকর্ড করতে পারিনি। বৃষ্টির পরিমাণ নিম্ন পর্যায়ে থাকলে তা রেকর্ড করা সম্ভব হয় না। সোমবার থেকে আকাশে মেঘের পরিমাণ কমে আসবে। বৃষ্টিপাতও তুলনামূলক কমে যাবে। সেই সঙ্গে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *