আইপিএল চ্যাম্পিয়ন দল কত পাবে?

স্পোর্টস ডেস্ক::   ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের ফাইনাল ম্যাচটি ইতোমধ্যে শুরু হয়েছে। আহমেদাবাদ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়েলস।

গুজরাট টাইটান্সের সামনে প্রথমবার আইপিএল শিরোপা জয়ের সুযোগ। টস জিতে ব্যাট করছে আইপিএল প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়েলস।

ফাইনালে শিরোপাজয়ী দল পুরস্কার মূল্য হিসেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে ২০ কোটি টাকা পাবে।

আর রানার্স আপ দল পাবে ১৩ কোটি।

১৮ পয়েরাপ নিয়ে টুর্নামেন্টের তৃতীয় হওয়া লখনৌ সুপার জায়ান্ট পাবে ৭ কোটি টাকা। আর ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হওয়া বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাবে সাড়ে ৬ কোটি টাকা।

টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী রাজস্থান রয়েলসের ইংলিশ তারকা ওপেনার জস বাটলার পাবেন ১৫ লাখ টাকার নগদ পুরস্কার।

টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার যুজবেন্দ্র চাহালও পাবেন ১৫ লাখ টাকা।

আইপিএল এমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের উঠতি তারকাকে দেওয়া হয় নগদ ২০ লাখ টাকা।

টুর্নামেন্টে সব থেকে বেশি ছক্কা হাঁকানো তারকাকে দেওয়া হবে ১২ লাখ টাকা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *