সেই পদক্ষেপের কারণে ফিনল্যান্ডের প্রশংসায় পঞ্চমুখ জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক:: ফিনল্যান্ডের প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  ‘ন্যাটোর সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে প্রস্তুত থাকার’ জন্য দেশটি প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে কথা বলেছেন এবং ‘ইউক্রেনের ইউরোপীয় একীকরণ’ নিয়ে আলোচনা করেছেন।

ধারণা করা হচ্ছে ফিনিশ সরকার আগামী সপ্তাহে সংসদীয় অনুমোদন পাওয়ার পর ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করবে।

ইউক্রেনের হামলায় রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার বেলগোরোদের গভর্নর ভায়াচেসলাভ গ্লাদোকভ এ হতাহতের অভিযোগ করেছেন।

টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ পর্যন্ত এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে তিনি নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন।

তিনি আরও জানান, চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর তার অঞ্চলটি এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সোলোখি গ্রামকে হামলার লক্ষ্য বস্তু বানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে একটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *