‘যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মতো রাষ্ট্রীয় ডাকাতিতে রাশিয়া জড়ায় না’

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে সতর্ক করে বলেছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার বদলা নিতে রাশিয়া যুক্তরাষ্ট্রে সাইবার আক্রমণ চালানোর পরিকল্পনা করছে।

বাইডেনের এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ। সাইবার আক্রমণ করার পরিকল্পনার বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি।

উল্টো দিমিত্রি পেসকোভ মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মতো রাষ্ট্রীয় ডাকাতিতে জড়ায় না রাশিয়া।

এদিকে বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা নির্দিষ্ট তথ্য পেয়েছেন রাশিয়া সাইবার হামলার পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি যুক্তরাষ্ট্র যেহেতু নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে বেকায়দায় ফেলেছে ফলে রাশিয়াও যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায়।

আর এক্ষেত্রে সাইবার আক্রমণই রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্র।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ধারনা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সাইবার বিশেষজ্ঞদের এ ব্যাপারে নির্দেশনা দিতে পারেন।

তবে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া সাইবার আক্রমণ চালাবে কি না এ বিষয়টি নিয়ে তারা আগে ভাববে। কারণ রাশিয়া ভালো করেই জানে যদি তারা এমন কিছু করে তাহলে যুক্তরাষ্ট্রও পাল্টা জবাব দেবে। কারণ তাদের এ শক্তি আছে।

সূত্র: আল জাজিরা, সিএনএন

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *