মিকোলাইভে রুশ হামলায় ৪০ সেনা নিহত: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনের মিকোলাইভ শহরের একটি নৌঘাঁটিতে রুশ হামলায় কমপক্ষে ৪০ সেনা নিহত হয়েছেন।

রোববার ইউক্রেনের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস ও আলজাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনাঘাঁটিতে আঘাত হানতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া।

প্রতিবেদনে আরও  বলা হয়েছে, ওই ঘাঁটিতে ইস্কানন্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো দূরপাল্লার অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার সত্যতা নিয়ে মস্কোর পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ ২৫তম দিনে গড়িয়েছে এ যুদ্ধ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *