কমান্ডার নিহত হওয়ার খবর স্বীকার করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে কোসত্রোমা এয়ারবোর্ন ফোর্সের পাঁচজন সদস্য নিহত হওয়ার খবরটি স্বীকার করেছে রাশিয়া।

বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভি নেটওয়ার্ক জিটিআরকে কোসত্রোমা জানিয়েছিল বিমানবাহিনীর কোসত্রোমা এয়ারবোর্ন ফোর্সের অন্তত পাঁচজন সদস্য মারা গেছে। এর মধ্যে রয়েছেন উচ্চপদস্থ কমান্ডার।

যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন ইউনিটের কমান্ডার কর্ণেল সের্গেই সুখারেভ, সিনিয়র সার্জেন্ট সের্গেই লেবেদেভ, সার্জেন্ট আলেক্সান্ডার লিমোনোভ, কর্পোরাল ইউরি দেখতারেভ এবং ক্যাপ্টেন অ্যালেক্সিই নিকিতিন।

তাদের মৃত্যুর ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রাণ দিয়েছেন।

এদিকে যে ইউনিটটির সদস্য মারা গেছে বলা হচ্ছে তারা রাশিয়ায় অন্যতম এলিট ইউনিট হিসেবে পরিচিত। এই ইউনিটটি চেচেন যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিল।

তাছাড়া ২০১৪ সালে দোনেস্ক ও লুহানেস্কে যখন রাশিয়া হামলা চালায় তখন এই ইউনিটটি সক্রিয়ভাবে অংশ নেয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *